ছিলোনা সেই মেয়ে
মঈন তাজ


ঝর্ণাধরা পরছে ঝড়ে
পাহার চূড়া বেয়ে
শীতল জলের জলকেলিতে
ছিলোনা সেই মেয়ে।


ঝর্ণাধারা যাচ্ছে বয়ে
কোন সে নদীর টানে
আমার এ মন যাচ্ছে ভেসে
প্রিয়তমার প্রাণে।


ঝর্ণা জলের শীতল পরশ
মাখছি যখন গায়ে
সখির পরশ আসছে যেনো
নীরব কোমল বায়ে।


সবুজ গাছের কচি পাতায়
ভালোবাসার ঘ্রাণে
সুজন সখির প্রেমের বাঁশি
বাজছে আমার প্রাণে।


ওলো সখি আয়না ছুটে
কোমল পরশ পেতে
ঝর্ণাধারার শীতল জলে
উঠবো দু'জন মেতে।


ভাসবো দু'জন প্রেম যমুনায়
শীতল জলের মত
প্রাণ খুলে আজ বলবো দু'জন
মনের কথা যত।


যশোর
২২/১০/১৯