চিঠি
মঈন তাজ


এই যে শুনো অনিন্দিতা
তোমার জন্য এই কবিতা
খুব যতনে লেখা,
তোমায় আমি দেবো বলে,
ঘুরে বেড়ায় কত ছলে,
পায়না তোমার দেখা।


আদর মাখা এই যে পরশ,
জড়িয়ে আছে মনের হরশ,
স্বপ্ন মাখা তাতে,
কবিতার এই কমল ভাষা,
লেখা তাতে মনের আশা,
দেবো তোমার হাতে।


ফুলের মতন চিঠি খানি,
রঙধনুর ঐ আলতা ছানি,
শোভা বাড়ায় কত।
কত রকম ছবি আঁকি,
বুক পকেটে যত্নে রাখি,
সাজায় মনের মত।


সবুজ ঘাসের সতেজতা,
আমার যত মনের কথা,
এই চিঠিতে আছে।
এই চিঠিটা দেবো বলে,
ভালোবাসা হৃদয় জলে,
আনন্দে মন নাচে।


ভালোবাসার পরশ পেয়ে,
জলতরঙ্গ নদী বেয়ে,
বসি বালুচরে।
সত্যি বলি অনিন্দিতা,
তোমার জন্য এই কবিতা,
শুধুই তোমার তরে।


যশোর
০৬/০৯/২১