দায়িত্ব
        মঈন তাজ


দ্বায়িত্ব পেলে স্বার্থ দেখি।
                  স্বার্থ ছাড়া হাঁটবো নাকি!
এ্যাতো বোকা নইতো আমি।
                   যা মনে চাই ভেবো তুমি।
পা ফেলি তাই গুনে গুনে।
                       ফন্দি আঁটি মনে মনে।
স্বপ্ন কত মনের মাঝে।
                  দিনে রাতে সকাল সাঁঝে।
মনের কথা আছে  মনে।
                 বলবো নাতো কারো সনে।
করি যদি গোপন ফাঁস।
                              হবে তবে সর্বনাশ।
ঠকায় যখন কোনো জনে।
                         একা হাসি সঙ্গোপনে।
করিনাতো জারিজুরি।
                      নেইতো মনে ছলচাতুরী।


ঢাকা
০৭/০৮/১৯