ধান
মঈন তাজ


বাতাসে লহরী তুলে ভেসে আসে ঘ্রাণ,
কৃষকের মুখে হাসি মাঠে পাকা ধান।
সোনালী ধানের শীষ দোলে নুয়ে নুয়ে,
কৃষকের ভালোবাসা পরে চুয়ে চুয়ে।


ধান দেখে কৃষকের মুখে হাসি কত,
ভালোবাসা পেয়ে ধান করে মাথা নত।
শ্রম আর সাধনায় ফলে এই ধান,
ধান তাই হয়ে উঠে কৃষকের প্রাণ।


মাঠে ঘাঠে শ্রম দিয়ে চাষী করে চাষ,
তাই দিয়ে আমাদের চলে বার মাস।
শত অবদান তার নেই সংশয়,
যদিও পয়সা দিয়ে করে সব ক্রয়।


মাটির মতই ওরা মাটির মানুষ,
অতি সাধারণ তাঁরা মন অকলুষ।
সাদাসিধা লোক ওরা নেই ঠাটবাট,
যেমন সবুজ থাকে ফসলের মাঠ।


দুলে দুলে ঢেউ তোলে মাঠে পাকা ধান,
ধান নয় ধান নয় কৃষকের প্রাণ।
মহান রবের কাছে কৃপা অফুরান,
চাষী ভাই ঘরে তুলে সোনালী সে ধান।


চাঁপাইনবাবগঞ্জ
০৭/০৫/২২