দিন বদল
মঈন তাজ


বছর গুলো যায়না ভালো
আসে শুধু কষ্ট নিয়ে,
দুঃখ ব্যথায় দিন কেটে যায়
সুখের পরশ পায়না হিয়ে।


কষ্ট কত জনগণের
দেখেছো কি ফিলিস্তিনে,
রক্ত ঝরে মানুষ মরে
বাড়ছে ফাসাদ দিনে দিনে।


তিলোত্তমা নগর গুলো
ধ্বংস হলো ইউক্রেনে,
জনগণের লাভ কি হলো
ভাবছি বসে মনে মনে।


রাজার প্রাসাদ হয়নি ক্ষত
ভোগবিলাসে আছেন রত,
ভুক্তভোগী আমজনতা
বাড়লো তাদের কষ্ট যত।


পশ্চিমারা বাড়ায় জ্বালা
তারাই নাকি শান্তিকামী,
হাসবো  নাকি কাঁদবো বসে
ভাবছি  আমি দিবস যামী।


গলার জোরে মিথ্যা এখন
সত্য হয়ে ছড়ায় আলো,
সত্য দেখি দিনে দিনে
জোর হারিয়ে হচ্ছে কালো।


মিথ্যা দিয়ে সত্য ঢাকা
নিরন্তর এই চলছে খেলা,
এমনি করেই যাচ্ছে কেটে
মানব জাতির জীবন বেলা।


এমনি করেই সৃষ্টি কুলের
সুখে দুখে বেঁচে থাকা,
বদলে যাওয়া ক্যালেন্ডারে
চলবে আবার আঁকাবাঁকা।


---------
বাংগাবাড়ী, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
০১/০১/২৪