দূষণ
মঈন তাজ


দূষণ বায়ু কমছে আয়ু
বাড়ছে অনেক রোগ
জটিল রোগে মানুষ ভোগে
বাড়ছে শুধু শোক।


ভেজাল খাবার করছি সাবাড়
নেইতো কারো হুঁশ
কম বয়সে অসুখ এসে
করছে জীবন ঠুস্।


দূষণ পানি আমরা জানি
খাচ্ছি অনর্গল
পানি কিনে খাওয়ার মত
নেই কোন সম্বল।


বাড়ছে ভিশন শব্দ দূষণ
শুনছি কানে কম
জীবন যাপন কঠিন এখন
নয়তো অনুপম।


চোখের জ্যোতি কমছে অতি
অল্প বয়সে
ব্রেনের ক্ষতি হচ্ছে অতি
নেটওয়ার্ক আকাশে।


যান্ত্রিকতা কৃত্রিমতা
বাড়ছে প্রতিদিন
তাইতো এখন যখন তখন
বাজে মরণ বীণ।


খোলা আকাশ মুক্ত বাতাস
পাওয়া বড় ভার
আগের মত খাঁটি জিনিস
নেইতো এখন আর।


জটিল কঠিন বিরল বিষম
বিচিত্র সব রোগ
মায়ের গর্ভ থেকেই মানুষ
করছে এখন ভোগ।


সুস্থ জীবন হবে কখন
ভাবছি বসে তাই
অসুখ বিসুখ ছাড়া এখন
কেহু দেখি নাই।


বিশ্ব যেনো হচ্ছে কোমা
বেঁচে থাকাই দায়
এমনি করেই মানব জাতির
হবে বুঝি ক্ষয়।


যশোর
০৩/০১/২০