দুষ্টু মেয়ে
মঈন তাজ
ঐ মেয়েটি দুষ্টু অতি মিষ্টি করে হাসে।
দেখলে তারে মনে লাগে আমায় ভালোবাসে।
হাসি যে তার মন ছুয়ে যায় শীতের রোদের মত।
তার ঠোঁটে যে লেগে আছে শিশির কনা কত।
দুষ্টু হলেও মিষ্টি অতি সদাই হাসি মুখ।
জোছনা রাতে চাঁন্দে যেমন ভরে ভুবন বুক।
ঐ মেয়েটি চালাক অতি পরখ করি তারে।
ডাগর চোখে আমার দিকে তাকাই বারেবারে।
পেতাম যদি তারে আমি একলা নদীর তীরে।
মনের যত কথা ছিলো বলে দিতাম তারে।
সুনয়না শিশির কনা  কাজল কালো আঁখি।
পাতার আড়ে ডাকে যেমন  বসন্তের ঐ পাখি।
বন বাদারে বেড়াই ঘুরে বুনো ফুলের মত।
তারি রুপে লেগে আছে ফুলের শোভা যত।
সকাল সাঁঝে আমায় সে যে করে জ্বালাতন।
রুপ খানি তার ভরে রাখে আমার দু'নয়ন।
আমায় দেখে কেন যে তার চুলের খোপা খুলে।
আমায় দেখে মনটা কি তার প্রেমের বায়ে দুলে।
কত শত প্রশ্ন জাগে আমার পোড়া মনে।
মনটা তারে চাই যে পেতে নিরব কলতানে।
এমনি অনেক আশা নিয়ে আছি অপেক্ষায়।
আশার আলো জ্বলবে কবে বলবে কে আমায়?


ঢাকা
১৪/০৬/১৮