ইচ্ছে হলেই হয়না কিছু
মঈন তাজ


ইচ্ছে হলেই হয়না পূরণ মনের সকল আশা,
ইচ্ছে হলেই যায়না পাওয়া প্রিয়ার ভালোবাসা
যায় কি বলা সবার কাছে মনের সকল কথা,
যায়না দেখা বুকের ভেতর কেমন রঙের ব্যথা।
জনম ধরে হয় কি পূরণ মনের যত চাওয়া?
চেপে রাখা যায়না কভু বুকের দীর্ঘ হাওয়া।
ইচ্ছে হলেই অতীতটাকে যায়না ফিরে পাওয়া,
যখন তখন মনের মতন যায় কি কোথাও যাওয়া?
ইচ্ছে হলেই যায়না পাওয়া সুখের কোমল ছোঁয়া,
সাবান দিয়ে যায় কি কভু মনের ময়লা ধোয়া?
টাকা দিয়ে সকল কিছু যায়না যেমন কিনা
মানুষ তেমন হয় কি মানুষ মনুষ্যত্ব বিনা?
ঔষধ দিয়ে যায় কি কভু মনের অসুখ সারা
দেহের অসুখ যায়না কভু সঠিক ঔষধ ছাড়া।
ইচ্ছেটাকে মনের খাঁচায় যতন করে রাখি
যেমন করে খাঁচার ভেতর থাকে পোষা পাখি।


যশোর
১৬/০৮/২০