ঈদুল ফিতর
মঈন তাজ


সিয়াম সাধনা করিবে মুমিন এলো রমজান মাস,
পাপাচার থেকে বিরত থাকিবে এই হলো অভিলাষ।
শয়তান আজ আটকা পড়েছে শেকল বদ্ধ হয়ে,
প্ররোচিত আর হবেনা মানুষ  ঈমান একিন লয়ে।


আজকে থেকেই বন্ধ হয়েছে জাহান্নামের দ্বার,
খুলে গেছে সব জান্নাত দ্বার অসীম কৃপায় তাঁর।
রমজান মাসে মুক্ত হইবে কতনা জাহান্নামী,
কবর আজাব বন্ধ রহিবে এই মাস মহা দামী।


রমজান শেষে মানুষের ঘরে এলো আনন্দ ঈদ,
মানুষে মানুষে জানাজানি হলো ইসলামী তাওহীদ।
ঈদ আনন্দ ভাগাভাগি করি সকল মানব মাঝে,
জাগ্রত হোক মানবতা বোধ বিশ্বে সকল কাজে।


যাকাত ফিতরা যাহা কিছু আছে দাও বিলিয়ে সব,
চারিদিকে আজ ঈদের আমেজ উৎসব কলোরব।
নতুন পোশাকে সাজিবে আজিকে ধনী দরিদ্র যত,
আনন্দ হাসি সকলের মুখে শোভা পাবে অবিরত।


ঈদের জামাতে মিলিবে আজিকে রাজা প্রজা নির্ধন,
দেখিবে আজিকে শত্রু মিত্র সকলে এক সমান।
দুই হাত তুলে মোনাজাত হবে ঈদের নামাজ শেষে,
স্মরিয়া মরণ আত্মীয় স্বজন অশ্রু ঝরাবে এসে।


ইসলাম সে-তো শ্বাশত ধর্ম কোনো ভেদাভেদ নাই,
সকলের তরে সম অধিকার সকলেই ভাই ভাই।
সব ভেদাভেদ ভুলে গিয়ে সবে করি তাই কোলাকুলি,
আজকের দিনে মিলেমিশে যায় বিষাদ বেদনা ভুলি।


ঈদের মতন প্রতিটি দিবস ভরে থাক্ মহা সুখে,
মহা শান্তির অমৃত বাণী শোভা পাক্ মুখে মুখে।
সকলের ঘর আলোকিত হোক নতুন চাঁদের হাসি,
আমৃত্যুকাল লেগে থাক মুখে না হয় কখনো বাসি।


ঢাকা
১৮/০৪/২৩