এই বাদলা দিনে
মঈন তাজ


রিনিঝিনি বৃষ্টি ঝরে
শ্রাবণ মেঘের দিনে।
একলা আমি কেমনে থাকি
বন্ধু  তুমি বিনে।


তুমি হাত বাড়িয়ে বৃষ্টি ধর
ঐ জানালার ধারে।
বৃষ্টি ভেজা হাত দুটিতে
আমার নজর কাড়ে।


তোমায় দেখে ছুটে চলি
ভেজা কদম তলে।
এক গুচ্ছ কদম ছিঁড়ি
তোমায় দেব বলে।


তুমি হীনা কেমনে থাকি
এই বাদলা দিনে।
চলো দু'জন বৃষ্টি ভিজি
মেঘলা দিনের গানে।


তোমার হাতে দিলাম সখি
আমার কদম ফুল।
আমার বুকে বিছিয়ে দাও
তোমার ভেজা চুল।


ঢাকা
২৬/০৭/১৭