ঈদ যাত্রা
        মঈন তাজ
      
ঢাকা থেকে শুরু হলো বাড়ী ফেরা যাত্রা।
সীমাহীন দূর্ভোগ নেই তার মাত্রা।


ট্রেন হলো লাইনচ্যূত মিসটেক সিডিউল।
বাসে উঠে জ্যামে জটে হয়েছে আরেক ভুল।


মানুষের ভীড়ে দেখি লঞ্চেতে ঠাঁই নাই।
সলীল সমাধি হবে মনে জাগে এই ভয়।


পকেটেতে টাকা নাই উড়ে যাবো বিমানে।
চির দিন-ই দুঃখ গরীবের  জীবনে।


ছোট ছোট ছেলে মেয়ে বসে কাঁদে গাড়ীতে।
কখন সে পৌঁছাবে নানা দাদু বাড়ীতে।


জ্যামে জটে গরমে জীবনটা অস্থির।
বাড়ী যাবো এই ভেবে মন নেই সুস্থির।


মনে যত আনন্দ হয়ে গেল মাটি সব।
রাস্তায় হবে বুঝি ঈদের এই উৎসব।


জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলি বাড়ীতে।
যেতে যদি না পারি টান লাগে নাড়িতে।


আনন্দ বুকে নিয়ে ছুটে চলি অবিরাম।
বাড়ী গেলে মুছে যাবে কষ্টের এই ঘাম।


দোয়া করি সকলের শুভ হোক যাত্রা।
আনন্দে নাই হোক দাঁড়ি কমা মাত্রা।


ঢাকা
১১/০৮/১৯