ঈদ উল ফিতর
মঈন তাজ


রমযান শেষে এলো ঈদুল ফিতর।
আনন্দে দুলে তাই মনের ভিতর।
                    ঈদুল ফিতর হলো শুদ্ধির মাস।
                    ঈদের খুশি দেয় তারি আভাস।
শুদ্ধ আত্মা নিয়ে যায় ঈদগাহে।
ছোট বড় ভুলে যায় খুশির মোহে।
                    আনন্দে মিশে যায় ধনী নির্ধন।
                    মানুষে মানুষে হলো সবাই সমান।
মুগ্ধতা দিয়ে গেল মাহে রমযান।
উচ্ছ্বাসে ভরে গেল মানুষের প্রাণ।
                      হিংসা বিবাদ আজ নেই কারো মনে।
                      সব কিছু ধুয়ে গেল খুশির বানে।
যাকাত ফেতরা পেল দুখী যত জন।
আনন্দে ভরে গেল তাহাদের মন।
                      আনন্দ ছুয়ে যায় সবার মনে।
                      সুখী দুখী সকলের ঈদ আয়োজনে।
ভেদাভেদ দূর হলো মানুষের মনে।
ঈদুল ফিতর এলো এই শুভক্ষণে।
                      বিদায় নিয়ে গেল মাহে রমযান।
                      দিয়ে গেল শুদ্ধতা আর সম্মান।
দূর হলো যত ছিল মনের কালো।
হৃদয়টা ভরে গেল নূরের আলো।
                     জীবনে চলার তরে দিলো শিক্ষা।
                     মুমিন বান্দা নিলো সেই দীক্ষা।
পথের পাথেয় বলে যেই তাহা নিলো।
ইহকাল পরকালে সেই সুখী হলো।


ঢাকা
১২/০৬/১৮