ঐ আকাশে চাঁদের হাসি জোছনা হয়ে ঝরে,
ঈদ এসেছে ঈদ এসেছে সবার ঘরে ঘরে।
ঈদের খুশি চাঁদের হাসি সবার মুখে মুখে,
আনন্দে তাই মনটা নাচে হৃদয় ভরে সুখে।

এক কাতারে দাঁড়িয়ে সব ঈদের নামাজ পড়ি,
সব ভেদাভেদ ভুলে গিয়ে কোলাকুলি করি।
এই আনন্দ যাই বিলিয়ে সবার তরে তরে,
ঈদের মতই আনন্দ থাক্ সারা বছর ধরে।

হিংসা বিবাদ কলুষতা থাকুক দূরে দূরে,
হৃদয় ভরা ঈদের হাসি আসুক ঘুরে ঘুরে।
সুখে দুখে একই সাথে মিলেমিশে থাকি,
ব্যথির মনের কষ্ট ব্যথা ভালোবাসায় ঢাকি।

দু-হাত তুলে রবের কাছে এই ফরিয়াদ করি,
পবিত্র এই দ্বীনের উপর আমরা যেন মরি।
দু-হাত তুলে দোয়া করি মহান রবের কাছে,
মাফ করে দাও পাপ পরিতাপ যত কিছু আছে।

৩০ মার্চ ২৫
বোয়ার, মধ্য আফ্রিকা