ঈদের খুশি
মঈন তাজ


ঈদের খুশি অনেক বেশি
যাচ্ছে সবাই বাড়ী।
তাইতো সবাই টিকিট নিয়ে
করছে হুড়োহুড়ি।


সবার সাথে দেখা হবে
অনেক দিনের পরে।
তাইতো সবাই শহর ছেড়ে
যাচ্ছে আপন নীড়ে।


পাড়া পড়শী আত্মীয় স্বজন
ভাই বন্ধু যত।
সবার সাথে দেখা হবে
মজা হবে কত।


হারিয়ে যাওয়া কত স্মৃতি
পড়বে সবার মনে।
জমবে উঠে আড্ডাবাজি
স্মৃতির আলাপনে।


নতুন নতুন পোশাক আশাক
কিনছে জুতো জামা।
খোকা খুকুর বায়না গুলো
যায় না যেন থামা।


হাট বাজারে যায় না ঢুকা
হাজার লোকের ভীড়।
ঈদ আনন্দে সবাই যেন
হয়েছে অস্থির।


ঢাকা
২৫/০৮/১৭