একুশ এলেই
মঈন তাজ


একুশ এলেই বুকের মাঝে
উথলে উঠে ব্যথা
বুকের ভেতর বাজে মাগো
শহীদানের কথা।


একুশ এলেই ফুল গুলো হয়
শ্রদ্ধা অবনত
ভাষা শহীদ বীরের প্রতি
সালাম শত শত।


দরদ ভরা ভাষা আমার
মায়ের আদর মাখা
এই ভাষাতে হৃদয় মাঝে
সকল স্বপ্ন আঁকা।


ভাষার প্রতি ভালোবাসা
শ্রদ্ধা যাদের ছিলো
তাঁরাই সেদিন স্বাধীনতার
স্বপ্ন এঁকে দিলো।


সেদিন থেকেই ভাষা পেলাম
পেলাম স্বাধীনতা
আমরা কি আর ভুলতে পারি
সে সব বীরের কথা?


ভালোবাসি মাগো তোমায়
তোমার মুখের বুলি
দীপ্ত ভাষায় তৃপ্ত হয়ে
সকল দুঃখ ভুলি।


যশোর
১৭/০২/২০