একুশের গৌরব
মঈন তাজ


ভরে উঠে এই বুক একুশে'র বেদনায়,
তবু আমি জেগে উঠি একুশে'র চেতনায়,
পৃথিবীতে যত ভাষা যত সুর শুনেছি
মায়ের ভাষার মত কোনো ভাষা হয় কি?


মায়ের ভাষায় আছে মধুময় ছন্দ
প্রাণভরে কথা বলি নেই কোনো দ্বন্দ।
হেসেখেলে গান গায় বাঁধি আমি কত সুর,
বাংলা ভাষার গান লাগে বড় সুমধুর।


বাংলা আমার ভাষা এ যে মহা গর্ব,
এ ভাষার সম্মান হবে না তা খর্ব!
রক্তের কালি দিয়ে লেখা সব বর্ণ,
জ্বলজ্বলে উজ্জ্বল হীরা মতি স্বর্ণ।


তাঁদের রক্ত ঋণে কৃতজ্ঞ বিশ্ব,
বাংলার ইতিহাস নয় কভু নিঃস্ব।
বাংলা আমার ভাষা এতো মহা গৌরব,
বিশ্বে ছড়িয়ে গেছে এ ভাষার সৌরভ।


এ ভাষার সম্মানে দিয়ে গেছে যাঁরা প্রাণ,
তাঁরা বড় সম্মানি তাঁরা মহা মহীয়ান।
ইতিহাসে অক্ষয় হয়ে রবে অমলিন,
কালে কালে সুধিবেনা তোমাদের এই ঋণ।


যশোর
২১/০২/২১