ফাগুন আসে
মঈন তাজ


ফাগুন আসে আগুন রাগে
সূর্য জ্বলে তেজে
শিমুল হাসে পলাশ হাসে
রাঙ্গা বধূ সেজে।


ফুল ফাগুনে গাছেরা সব
নতুন করে সাজে
কোকিল গানে তুফান তুলে
মন বসেনা কাজে।


আমের শাখে মুকুল ফুটে
গন্ধে ভরে বুক
মধু মাছির আনাগোনায়
লাগে বড়ই সুখ।


ষোড়শী প্রেম উথলে উঠে
রাঙা ফাগুন মাসে
কাহার যেন রঙিন ছবি
চোখের কোণে ভাসে।


গাছের শাখে দোদুল দুলে
কোমল কচি পাতা
কবিরা সব কাব্য লিখে
ভরে মনের খাতা।


যশোর
১০/০২/২০