গরম
মঈন তাজ


মাথা করে টিনটিন
গা করে ঘিনঘিন
চোখে দেখি ঝাপসা।


সময়টা নাহি কাটে
তৃষ্ণায় বুক ফাটে
গরমটা ভ্যাপসা।


আগুনের বৃষ্টি
পুড়ে যায় দৃষ্টি
জ্বলে যায় জান টা


তীব্র এ তাপদাহে
বাতাসটা নাহি বহে
যাবে বুঝি প্রাণ টা।


প্রচন্ড গরমে
কেউ নেই আরামে
সকলের কষ্ট।


শরীরটা ঘামে ভিজে
মন নেই কোন কাজে
চৌচির ওষ্ঠ।


তেজে জ্বলে দিবাকর
তাপে সব ছারখার
মাঠ ঘাট চৌচির।


খালবিল নদীনালা
পশুপাখি গাছপালা
সব কিছু অস্থির।


শ্রমিকরা রোদে পুড়ে
ঘামে ভিজে কাজ করে
আহা কি যে কষ্ট!


গরমের এই মাস
পথচারী হাসফাস
নাম তার জৈষ্ঠ্য।


গরিবের সংসার
এসি ফ্যান নেই তার
আহা কি অদৃষ্ট!


প্রেস্টিজ পাংচার
ঘামে ভিজে ললনার
মেকাপটা নষ্ট।


ঢাকা
১১/৫/১৯