গ্যাস্ট্রিক
মঈন তাজ


মজা করে ভাজা খাই পেটে হয় গ্যাস্ট্রিক।
বুকে পেটে ব্যথা হলে বলি কত ন্যাস্টিক।


খেয়ে খেয়ে ভূড়ি বাড়ে পেট হলো ইস্টিচ।
যাহা পায় তাহা খাই নাই কোন জাস্টিস।


ক্যাফেতে বসে খাই মজা করে ফাস্টফুড।
খেতে খেতে বলি মুখে আহ্ কি ফাইন গুড।


মাঝে মাঝে পেট ফাঁপে বায়ু দূর্গন্ধ।
ভাজা পুড়া খেয়ে হয় পায়খানা বন্ধ।


হজমেতে গোলমাল পেট করে ভুটভাট।
গ্যাস্ট্রিক বড়ি খেয়ে থাকি সদা ফিটফাট।


গ্যাস্ট্রিক হলে পেটে নেই তার প্রতিকার।
মেনে বেছে খেতে হবে এই বলে ডাক্তার।


ভাজাপুড়া একদম করে দেন বন্ধ।
মানেনাতো জিহ্বা এই হলো দ্বন্দ।


আধুনিক বিশ্বে ভেজালের পণ্য।
যত সব রোগ ব্যাধি এসবের জন্য।


ভেজালের বাজারেতে সকলের কষ্ট।
ভেজাল পণ্য খেয়ে জীবন টা নষ্ট।


কবি বলে গ্যাস্ট্রিকে মেথি খেয়ে পানি খাও।
মেদ ভূরি গ্যাস্ট্রিক সব কিছু দূরে যাও।


ঢাকা
০৭/০৫/১৯