ঘুম ঘুম রোগ
মঈন তাজ


পরীক্ষা যখন আসে নাকের উপর,
বই খাতা হাতে নিয়ে করি তোড়জোড়।
পড়া লেখা করে সব করব সাবাড়,
ভাল ভাবে প্রস্তুতি নেয়া দরকার।
যখনি কোমর বেঁধে করি পড়াশুনা,
চারিপাশে ঘুম এসে করে আনাগোনা।
এ সময় ধরে এক জটিল রোগে,
বই খানা হাতে নিলে ঘুম আসে আগে।
ঘুমের জ্বালায় আর হয়নাতো পড়া,
ঘুম আর পড়া নিয়ে জীবনটা সারা।
যতই চেষ্টা করি এতটুকু পড়ি,
দুই চোখে ঘুম এসে করে মারামারি।
হায় ঘুম তোর সাথে আর পারি নারে,
দয়া করে এ সময় ক্ষমা কর্ মোরে।
বুঝিসনা কেন ভাই পরীক্ষা আছে,
জেনে শুনে কেন তুই লেগেছিস পাছে।
সারা বছর খুলি নাই বইয়ের পাতা,
কি যে আমি লিখি বল এগজাম খাতা?
করিসনা তুই ভাই আর জ্বালাতন,
ফাঁকি আর দেবো না এই হলো পণ।
পাড়ালেখায় দেব আজ খুব মনোযোগ,
তাহলেই দূর হবে ঘুম ঘুম রোগ।


ঢাকা
২৯/১২/১৭