গোলক ধাঁধার ঘূর্ণিপাকে
মঈন তাজ


নষ্ট সময় ভ্রষ্ট সবাই সঠিক পথের নেই দিশা,
ছুটছে সবাই উল্টো পথে আসছে ধেয়ে ঘোর নিশা।
ছুটছে মানুষ দিক্বিদিকে লোভ লালসার ঘোর নেশা,
জীবনটাকে তিক্ত করে বাড়ায় শুধু দূর্দশা।


মানব প্রেমী নয়তো মানুষ বাড়ছে শুধু বৈরিতা,
দেশ বিদেশে সবার মাঝে বাড়ছে শুধু শত্রুতা।
নেইতো কারো নীতির বালাই টাকার কাছে সব নত,
ন্যায় নীতিবান মানুষ গুলো হচ্ছে শুধু বিক্ষত।


গোলক ধাঁধার ঘূর্ণি পাকে ঘুরছে মানুষ পাকে পাকে,
পায়না খুঁজে পথের দিশা বিনাশ করে জীবনটাকে।
মানুষ আছে ঘোর বিপাকে বিভ্রান্তির বেড়াজালে,
অলীক পথে ছুটছে সবাই নাচছে শুধু তালবেতালে।


যে যার মতো চলছে পথে কে শুনেরে কার কথা,
পথের মাঝে পথ ভুলে যায় আসলে পথের চৌমাথা।
পথের ধারে বসে তখন মনের মাঝে কান্না পায়,
সত্য সঠিক না পেলে মন জীবন বড় অসহায়।


যশোর
২৬/১০/২০