হারিয়ে যাওয়া কিছু কথা
মঈন তাজ
রচনা কালঃ ১৩/০৯/২১


কোথায় গেলো নাঙ্গল জোয়াল বলদ গাড়ি মই
কোথায় গেলো দুধে ভেজা আমন ধানের খই।
পাইনা খুঁজে শীতেন ঘোষের মিষ্টি স্বাদের দই,
আগের দিনের পিঠা পায়েস পাবি এখন কই।


কোথায় গেলো ডবকা টোকা কোথায় গেলো জাঁত,
পাইনা এখন গল্প বলা জোছনা ভেজা রাত।
আগের মত পুঁথি পাঠে হয়না আসর মাত,
টিভি দেখে এখন সবার কাটে দিবস রাত।


আগের মত নেইতো এখন ঘানি ভাঙ্গা তেল,
ক্রসব্রিডিং এর এই জামানায় নেইতো স্বাদের বেল।
আগের মত আছে কি আর ফলফলাদির স্বাদ?
ভেজাল খেয়ে মানব জীবন হয়েছে বরবাদ।


গভীর রাতে নাই শিয়ালের হুক্কা হুয়া ডাক,
মানবতা বোধের কথা না হয় এখন থাক!
নদীর জলে খালে বিলে নাই সে মাছের ঝাঁক,
অত্যাধুনিক মানব জীবন শান্তি স্বাদের ফাঁক।


হারিয়ে গেলো ঘরের আড়ায় খুদি মাছির চাক,
গ্রামে এখন পাইনা খুঁজে ভোরের কালো কাক।
ফজর হলে যায়না শোনা মোরগ পাখির ডাক,
মাঠের আলে গ্রামের বধূ তুলে না আর শাক।


মাটির পাতিল কলস ঘটি পাওয়া বড় দায়,
মহাকালের  বিবর্তনে  মানুষ  অসহায়,
মাটির চুলায় কাঠের আগুন রান্না এখন কম,
ইলেকট্রিক আর গ্যাসের চুলায় ফেলি সুখের দম।


নেইতো আগের গাছগাছালি সবুজ ঘেরা বন,
নেইতো এখন আগের মত কোমল হৃদয় মন।
রাখালিয়া বাঁশিতে কেউ তুলেনা আর সুর,
ওসব এখন অতীত হয়ে গেছে বহু দূর।


আগের মত পায়না এখন ফল ফসলের ঘ্রাণ,
সন্ধ্যা হলে যায়না শোনা পাখপাখালির গান।
ভাটিয়ালি গানের মত জুড়ায় না আর প্রাণ,
বিশ্ব জুড়ে বদলে গেছে মানব জীবন মান।


আদর মাখা মাটির মানুষ কোথায় এখন পাই?
স্বার্থলোভী নোংরা মানুষ দেখি সর্বদাই।
নেইতো এখন সরলতা বক্র পথে ধায়
সরলতার সুযোগ নিয়ে কামড় মারে গায়।


ঢেঁকি ছাঁটা চালের গুড়ো খাঁটি গাওয়া ঘি,
বিয়ে বাড়ির গীতের মজা এখন আছে কী?
নকল ভেজাল খাবার খেয়ে জীবন হলো ছার
আগের মত খাঁটি জিনিস পাওয়া বিষম ভার।


যশোর