হাসি দিয়ে দুঃখ ঢাকি
মঈন তাজ


দুঃখ কেনো করিস রে মন
কাঁদিস কেনো বিষাদ বিষে,
হাসি মুখে বেদন ব্যথা
পায়ের তলায় যা তুই পিষে।


জানিস না তুই বিষের সাথে
সুখের পরশ আছে  মিশে,
অকারণে বিলাপ করে
হারাস কেনো সুখের দিশে?


দুঃখ ব্যথা নয়তো কিছুই
মিছে এ সব জগৎ খেলা,
দুঃখ নদীর লোনা জলে
ভাসারে মন সুখের ভেলা।


মিছে মায়ার এই দুনিয়ায়
সত্যিকারের সুখী হবি,
হাসি দিয়ে দুঃখটাকে
করবি যখন সুখের রবি।


দুঃখমাখা অতীত ভেবে
করিস না তুই আহাজারি,
সব ভুলে তুই গলা ছেড়ে
গাইবি প্রেমের জারি সারি।


বাংগাবাড়ী
১৩/০৯/২০