হায়রে মুসলমান
মঈন তাজ


ভাবতে বড়ই আবাক লাগে ঘৃণায় ভরে প্রাণ,
পদ লেহনে মত্ত আজকে হায়রে মুসলমান!
কোথায় তোমার শক্তি সাহস কোথায় ঈমান বল্?
বেঈমানীতে ঈমান কি আজ হয়েছে নিশ্চল?


আমির থেকে গোলাম হবার এই কি বড়ই স্বাদ,
তাইতো দেখি ঈমানী বল্ হয়েছে বরবাদ।
রক্তে ভেজা পূর্ণ্যভূমি হয়না প্রতিবাদ,
সন্ত্রাসীর তকমা গায়ে এ কোন্ অপবাদ!


আজকে তুমি জঙ্গি নামে বিশ্বে পরিচিত,
মুখোশধারী সন্ত্রাসীরা করছে তোমায় ক্ষত।
মসজিদ আর হাসপাতালে ফেলছে যারা বোমা,
মানবতার খুনি যারা হয় কি তাদের ক্ষমা?


অস্ত্র তোমায় ধরতে হবে নেইতো সময় মোটে,
মিথ্যাবাদীর মুখোশ খুলো অস্ত্র চালাও চোটে।
কাঁপিয়ে তুলো এই পৃথিবী আল্লাহু আকবার,
হে মুসলিম বীর সেনাদল জাগো আরেক বার।


আজকে কেনো অন্ধ তুমি বন্ধ বিবেক দ্বার?
কুকুর হয়ে বেঁচে থাকার নেই কোনো দরকার।
বীর শহীদের রক্ত তোমার শিরায় বহমান,
আজকে কেনো ধূলায় ধূসর তোমার এ সম্মান?


তকবীরে ফের উঠুক কেঁপে অত্যাচারীর বুক,
লেজ গুটিয়ে পালাক ওরা ঘৃণ্য আহাম্মুক।
আল্লাহু আকবার ধ্বনিতে আওয়াজ তুলো জোরে,
ঈমানী বল্ বুকে নিয়ে জাগো নতুন ভোরে।


ঢাকা
২৫/১০/২৩