হইনা সচেতন
মঈন তাজ


কে ঠেকাবে নদীর দূষণ
করবে কে তা রোধ?
জ্ঞান হারিয়ে আমরা সবাই
হয়েছি নির্বোধ।


আবর্জনায় নষ্ট করি
সচ্ছ নদীর জল,
পরিবেশটা নষ্ট করি
চালায় ধোঁয়ার কল।


ভরাট করি নদী নালা
উজাড় করি বন,
পাহাড় কেটে ধ্বংস ডাকি
তাও ভরেনা মন।


এসির তাপে গাড়ির ধোঁয়ায়
বাড়ছে উষ্ণায়ন,
আমরা মানুষ সবই বুঝি
হইনা সচেতন।


অত্যাধুনিক জীবন যাপন
বদলে গেছে দিন,
রঙ্গিন চোখে স্বপ্নে দেখি
একের ভিতর তিন।


নিজের লাভে চলছি ছুটে
দিনকে বলি রাত,
প্রাচুর্যে তাই মত্ত মানব
হচ্ছে কুপোকাত।


আপন হাতে ধ্বংস আনি
তাও ফেরেনা হুস,
আসল খাবার বাদ দিয়ে খায়
বিষে ভরা জুস।


সকল নকল গাছ পালাতে
সাজায় বাড়িঘর,
সাধের সবুজ অরণ্য আজ
তাই হয়েছে পর।


আসল খাবার হয়না হজম
নকল ভেজাল খায়,
ভেজাল ভরা এই জগতে
আসল মানুষ নাই।


আমরা যদি গড়তে পারি
সবুজ পরিবেশ,
হয়তো আবার আসবে ফিরে
নীরোগ সুখাবেশ।


যশোর
২৬/০৯/২১