হোক মানুষের জয়
মঈন তাজ


আর কত কাল দেখতে হবে পেশী শক্তির বল,
আর কাল দেখতে হবে মিথ্যাবাদীর ছল।


অপশক্তির কূটকৌশল চলবে কত আর,
প্রতিহিংসার দাবানলে জ্বলছে এ সংসার।


চলবে কত বুলেট বোমা মানুষের ঐ বুকে,
অনাহারে কত কাল আর মরবে মানুষ ধুকে।


কাল নাগিনীর ফোনায় বাজে অত্যাচারীর বীণ
অত্যাচারের খড়গ ক্রিপান চলবে কত দিন?


দিনে দিনে বাড়ছে দেখি যুদ্ধের সম্ভার,
দিক্বিদিকে যাচ্ছে শুনা অস্ত্রের হুংকার।


যুদ্ধের ঐ ধ্বংস লিলা চলবে কত আর,
তিলোত্তমা নগর গুলো হচ্ছে পুড়ে ছার।


যুদ্ধের এই ধ্বংস খেলায় হচ্ছে কত ক্ষতি
যাচ্ছে কত তাজা প্রাণ নেইতো অনুভূতি।


রক্তের এই হুলি খেলায় বিশ্ব এখন মাত,
রক্তে রাঙ্গা বিশ্ব এখন অনেক অভিজাত।


আজকে মানুষ যাচ্ছে হয়ে মনুষ্যত্ব হীন,
সত্য ন্যায়ের প্রদীপ যেনো যাচ্ছে হয়ে ক্ষীণ।


অন্যায় আর অবিচারে যাচ্ছে ভরে বিশ্ব,
নৈতিকতার অপচয়ে হচ্ছে মানুষ নিঃস্ব।


শান্তি চাই শান্তি চাই সারা বিশ্বময়,
যুদ্ধ নয় যুদ্ধ নয় হোক মানুষের জয়।


বন্ধ হোক বিশ্বব্যাপী অস্ত্রের ঝংকার,
বিশ্ব মাঝে রক্ষা হোক মানবাধিকার।


ঢাকা
১০/০৩/১৯