হাসপাতাল
মঈন তাজ


সুখ নেই হাসি নেই আছে শুধু দুঃখ অতল,
নাম তার হাসপাতাল।
শান্তি নেই সাম্য নেই আছে কষ্টের কোলাহল,
নাম তার হাসপাতাল।
আনান্দ নেই উল্লাস নেই আছে বেদনার উর্নাজাল,
নাম তার হাসপাতাল।
মানুষে মননে বিষাদের ছাপ চোখে মুখে লোনা জল,
নাম তার হাসপাতাল।
রোগে শোকে ভরা এক বেদনার তেতো জঞ্জাল,
নাম তার হাসপাতাল।
সারাক্ষন ছুটাছুটি অস্থির চঞ্চল,
নাম তার হাসপাতাল।
জীবন আর মরনের অবিরত চলাচল,
নাম তার হাসপাতাল।


০৭/১১/১৭
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল