জগৎ সংসার
মঈন তাজ


বারবার  উপেক্ষিত হই,
প্রতারিত হই কত বার,
বঞ্চিত হই শতবার,
তবু কিঞ্চিতের আশায় করি সংসার।
হায়—জগৎ সংসার,
একি রুক্ষ রুপ তোমার,
জ্বলে পুড়ে ছারখার এই অন্তর।
তবু ভস্ম হইনা আমি,
কাঠ কয়লা হয়ে রই পড়ি।
যেন আগুনের পরশ পেলে,
আবার জ্বলে উঠতে পারি।
আর কয়লা নয়,
এবার ভস্ম হতে চাই।
ভস্ম হয়ে মিশে যেতে চাই,
দূর নীলিমায়।
এ সংসার থেকে অনেক দূরে,
জীবনের অনুভূতি নেই যেই নীড়ে।


ঢাকা
০৯/০২/১৭