জাগ্রত হও মুসলিম বীর
মঈন তাজ


বসে বসে আজ তসবি গনি
মসজিদ মেহরাবে।
পথ হারা এই মুসলিম জাতি
মুক্তি পাবে কবে।
ঈমান আমল সব লুটে নেয়
ঐ বেদ্বীনের দল।
মুসলিম জাতি হারিয়েছে আজ
ঈমানী শক্তি বল।


ভুলতে বসেছে আজকে তারা
আপন পরিচয়।
এই পৃথিবী  শাসন করেছে
তাদেরি  জ্ঞাতি ভাই।
বিশ্বব্যাপী বাজিয়েছে তারা
শান্তির দামামা।
আজকে কেন সব ভুলে যাও
মুসলিম উম্মাহ।


মুসলিম বীর হুংকার ছাড়ে
আল্লাহু আকবার।
কাফের মুশরিক যত ছিল তারা
কেঁপেছে থরথর।
আজ কেন ওরা বন্ধ করে
তীর্থ ভূমির দ্বার?
কোন সাহসে দখল করে
খোদা তায়ালার ঘর।


জাগ্রত হও মুসলিম বীর
নেইকো সময় আর।
উঁচিয়ে তুলো তরবারিখান
আল্লাহু আকবার।
শক্ত করো ঈমান আমল
হুংকার ছাড়ো জোরে
ভেবে দেখো কোন বীরের রক্ত
তোমার শরীর জুড়ে।


ঢাকা
১৩/১২/১৭