জগতের ব্যামো
মঈন তাজ


(সনেট,শেক্সপীরীয় ছন্দ বিন্যাসঃ কখকখ গঘগঘ ঙচঙচ ছছ)


আপনার অধিকার,পেতে চায় যারা,
মরন বরিয়া তারা,করে প্রতিবাদ।
লড়াই আর সংগ্রামে,মেতে উঠে তারা,
আসেনা মনের মাঝে,কভু অবসাদ।
সহজে দেয়না কেউ,কারো অধিকার,
মানুষেই ক্ষতি করে, মানুষের বেশি।
ছলাকলা করে সব,করে অস্বীকার,
এ মূলক তার হয়,আছে যার পেশি।


চিরদিনই বঞ্চিত যারা হীনবল,
সবলের কাছে সব করে নমোনমো।
অধিকার পেতে হলে হও অবিচল,
তবেই সারতে পারে জগতের ব্যামো।
প্রকৃষ্ট প্রত্যয় টুকু নেই যার মনে,
হেরে যাবে সেই মন প্রতিক্ষণে ক্ষণে।


যশোর২৪/০৩/২১