জগতের খেলা
মঈন তাজ


এ জগত সংসার বড় নির্দয়,
কেউ হেথা সুখে ভাসে কেউ পুড়ে ছাই।
কেউ হেথা ভোগ করে অনাবিল সুখ,
কারও হেথা দুঃখে ঠাসা থাকে বুক।
জীবনে পায় না কেউ সুখের ছায়া,
সুখের চাদরে কারও জড়া থাকে কায়া।
দুঃখানলে পুড়ে পুড়ে খাঁটি হয় কেউ,
সুখের পাড় ভাঙ্গে দুঃখের ঢেউ।
মানব জীবনে চলে জোয়ার ভাটা,
কেউ হেথা চিরসুখী কারও দ্বার আঁটা।
হেথা কেউ গড়ে তুলে সুখের আলয়,
কাউকে ঘিরে ধরে দুঃখের বলয়।
কেউবা দুঃখটাকে আপন করে,
কেউবা দুঃখানলে জ্বলে পুড়ে মরে।
কেউবা সাঁতরে মরে সুখ সাগরে,
কেঁদে কেঁদে ঘুরে কেউ সুখের তরে।
কেউ করে উপভোগ কারও দূর্ভোগ,
কেউ করে সম্ভোগ কারও দূর্যোগ।
এই হলো জগতের নিষ্ঠুর খেলা,
কেউ পায় সম্মান কারও অবহেলা।


ঢাকা
১১/০১/১৮