জানতে হবে বুঝতে হবে
মঈন তাজ


তুমি মানুষ আমি মানুষ একই রক্ত লাল
সবার মাঝে একই ধারা বইছে চিরকাল।
ধর্ম নিয়ে মারামারি বাড়াবাড়ি নয়
মানুষ হয়ে মনুষ্যত্ব করবো কেন ক্ষয়?


সবার মাঝে জাগ্রত হোক আপন ধর্ম বোধ
সাম্য ন্যায়ের সমাজ গড়ি নয়তো প্রতিশোধ।
উগ্রতা সব পরি হরি সহিষ্ণুতা থাক্
হিংসা বিবাদ পরনিন্দা হৃদয় থেকে যাক্।


মাটি দিয়ে তৈরী হলাম মানুষ হলো নাম
হিসাব মতে খোদার কাছে একই সবার দাম।
সত্য সঠিক জানতে হবে মানতে হবে ঠিক
জেনে বুঝে যেতে হবে আসল পথের দিক।


ধর্ম নিয়ে হানাহানির নেইতো প্রয়োজন
ধর্মটাকে জানতে হবে দিয়ে তনু মন।
সবার সাথে মিলেমিশে করি বসবাস
সঠিক তোমায় বুঝতে হবে নয়তো উপহাস।


ধর্ম বর্ণ নয় পরিচয় আমরা সবাই ভাই
সুখে দুখে মিলেমিশে থাকতে সবাই চাই।
জানতে হবে বুঝতে হবে আপন পরিচয়
না বুঝে তাই ধর্ম নিয়ে করি রক্তের ক্ষয়?


যশোর
১৯/১২/১৯