যাই মসজিদ পানে
মঈন তাজ


রাত পোহালো আজান হলো
চল মসজিদ পানে
আয়রে সবাই যাই ছুটে যাই
এক খোদার ধ্যানে।


আরাম ঘুমে হারাম হবে
ঐ সে পরকাল
ভবের নেশায় মত্ত হয়ে
বাঁচবি কত কাল।


থাকবে না আর এই আয়ুকাল
শেষ হবে এক দিন
করুণ সুরে বাজবে তখন
মরন ক্ষণের বীণ।


লাভ হবেনা কান্না করে
ফেলে চোখের জল
এই দুনিয়ার অর্থ কড়ি
সব হবে নিষ্ফল।


অযু করি নামাজ পড়ি
স্মরণ করি তাঁর
সব কিছুরই মালিক তিনি
এক সে অবতার।


নামাজ হলো মুসলমানের
প্রথম পরিচয়
নামাজ ছাড়া ঈমান আমল
সবি হবে ক্ষয়।


যতই করি লাফালাফি
দিন শেষে সব এক
কুরআন হাদিস জেনে বুঝে
সত্য সঠিক দেখ্।


যশোর
০৪/১২/১৯