জীবন ব্যবচ্ছেদ
মঈন তাজ


আমি প্রতিরাতে ঢুকি লাশকাটা ঘরে জীবনকে করি ব্যবচ্ছেদ,
অংশ অংশ খুলে খুলে দেখি জীবনের কত প্রকারভেদ?
কামনা বাসনা আশা নিরাশার হিসাব মিলাতে রাত চলে যায়,
পাওয়া না পাওয়ার মিলেনা হিসাব সারা রাত চোখে ঘুম নাই।
খুব ভালো করে ল্যাবরেটরীতে করি জীবনের পরীক্ষা
আরো সুগভীর জানার জন্য চালায় তাহার সমীক্ষা।
শ্যামল বিশ্বে দাঁড়িয়ে দেখেছি বঞ্চনা শুধু বঞ্চনা,
অত্যাচারির খড়্গ দেখেছি, শুনেছি হাজার গঞ্জনা।
ফলাফল শুধু শূন্যই আসে মিলেনা হিসাব কোনো মতে,
যত ভাবি এই জীবন নিয়ে উদ্বেগ শুধু বাড়ে তাতে।
চিৎকার করে বলতে পারিনা অসহায় আমি বিশ্বকে,
বিষন্ন এই বৈষম্যের সত্য গ্রহণ করবে কে?
অম্ল তিক্ত সত্যটাকে মানতে চাইবে কয়জনা,
সত্য জেনেও স্বার্থ দোষে থাকবে সবাই আনমনা।
মিথ্যা দিয়ে সত্য ঢাকা এটাই কি আজ সভ্যতা,
আগে ও পরে সবাই বলে কেউ বলেনা মূল কথা।
গা বাঁচিয়ে সবাই চলি কেউ নেবোনা দোষ গায়ে ভাই,
তেল মালিশে বোতল ফুরাক রসগোল্লাই আমার চাই।
আমি বলি তাই সহজ কথা করিনা তাহার বিশ্লেষণ,
রবির আলোক ছাড়া কভু ভাই  হয় কি সালোকসংশ্লেষ?
বিবেক বোধের দুয়ার খুলে সত্য প্রদ্বীপ জ্বালতে হবে,
অন্ধকারের জীবন গুলোয় আলোর ছোঁয়া আসবে তবে।
সমাজে বাড়িছে দ্বন্দ বিভেদ কে বলো কহারে দেখাবে পথ,
সবাই এখানে সাচ্চা সাধু কেউ এখানে নাই অসৎ।
ন্যায় অন্যায় সবাই বুঝি তবুও সত্য মানিনা ভাই,
কেউ ছাড়েনা আপন স্বার্থ তাল গাছটাই আমার চাই!
আকল বিবেক সবার আছে তবুও আমরা বিবেক বেচি,
সাম্য ন্যায়ের ঢোলক পিটাই আমরা শুধুই মিছেমিছি।
গলদ তুমি খুঁজছো কোথায় গলদ তোমার অন্তরে,
মনের গলদ যায় কি কভু ওঝা বৈদ্যের মন্তরে?
গলা চেপে ধরে অজ্ঞাত হাত করিতে পারিনা প্রতিবাদ,
বুক জুড়ে করে ভীষণ বেদনা দেহে নেমে আসে অবস্বাদ।
ঘুম আসেনা দু’চোখে আমার রাত জেগে জেগে তাই ভাবি,
সমাজে সাম্য শান্তি আসুক এটাই হলো এক দাবি।
হিংসা বিবাদ ঘৃণা বিদ্বেষ দূর করে দাও মন থেকে,
জটিল হিসাব বাদ দিয়ে সব সরল করি জীবনকে।


যশোর
০১/০৪/২১