জীবন যুদ্ধে লড়তে হবে
মঈন তাজ


জীবন তোমারকে হত্যা করবে
হারাতে চাইবে দৈনিক,
জীবন যুদ্ধে যে হেরে যায়
সেই পরাজিত সৈনিক।
আবেগ আর বিবেক এক নয়
রয়েছে ফারাক বিস্তর,
আবেগের কাছে পরাজিত নয়
এই হোক আজ অঙ্গীকার।
লাল নীল এই রংয়ের দুনিয়া
প্রলোভন দেবে বারবার,
জীবনের পথে শত বাধা দোলে
যেতেই হবে দূর্নিবার।
দুঃখ কষ্ট বেদনা জরা
এসব নিত্য সঙ্গী,
এসবের কাছে হেরে যাবে কেন
ফেরাও দৃষ্টিভঙ্গি?
ভোগ বিলাসের পাহাড় ভেঙ্গে
জীবন যুদ্ধে মেতে,
লোভ লালসা সব ত্যাগ করে
বেঁচে রবো দুনিয়াতে।
জীবন যুদ্ধে লড়তে হবে
করতে হবে জয়,
বাঁচার মত বাঁচতে হবে
নেই ওরে নেই ভয়।


ঢাকা
১১/০১/১৯