জীবন তরী
মঈন তাজ


বাওরে মাঝি বাও এই জীবনের নাও।
নাইরে যেথায় দুঃখের ছোঁয়া সেথায় নিয়ে যাও।
নাইরে যেথায় কষ্ট ব্যথা নাইরে যেথায় ভয়।
জীবন মাঝি যাইরে চলে সেথায় চলে যায়।
যে নদীতে নাইরে তুফান নাইরে জলের ঢেউ।
সেথায় গিয়ে বাঁধবো বাসা থাকবেনা আর কেউ।
নদীর স্রোতে জীবনের সব দুঃখ জড়া ফেলে।
চলবে আবার জীবন তরী সুখের কোলাহলে।
শক্ত করে ধররে মাঝি জীবন তরীর হাল।
ঝড় তুফানে ছিঁড়তে পারে তোমার নাওয়ের পাল।
ভ্রান্ত হয়ে ক্লান্ত মাঝি ছাড়িস নারে আশ।
ধ্বংস হবে সব আয়োজন হবে সর্বনাশ।


ঢাকা
১২/০২/১৯