জীবন
মঈন তাজ


জীবন সেতো স্বপ্নের জাল বোনা
আশা নিরাশার আনাগোনা।
মনের ক্যানভাসে আঁকা আলপনা
হৃদয়ে লালিত কল্পনা।
বন্ধুর পথে অবিরত ছুটে চলা
দূর নীলিমায় স্বপ্নের মেলা।
জীবন সে তো প্রতিক্ষার প্রহর
কখনোবা ধূধূ বালুচর।
কখনোবা হতাশার ঘোর অন্ধকার
রুদ্ধ নয় সে তবু চলে দুর্নিবার।
নব উদ্যমে জেগে উঠে বারবার,
উল্লাসে দেয় পাড়ি সাগর পাহাড়।
বুকের ভেতর ফুটে নতুন আশা,
জীবনের নাম তাই ভালবাসা।


ঢাকা
২৪/০১/১৭