জবুথুবু হয়ে কাঁপে
মঈন তাজ


আরাম করে গরম ঘরে
ঘুমাও কত সুখে
দেখলে না ঐ ঘরের কাছে
গরীব শীতার্তকে।


কত কষ্টে জীবন কাটে
চটের ছালা গায়ে
জবুথুবু হয়ে কাঁপে
শৈত্য শীতের বায়ে।


স্টেশনে ফুটপাতে আর
থাকে কুঁড়ে ঘরে
পেটে পিঠে কষ্ট তাদের
সারা জনম ধরে।


একটু যদি সাহায্য দাও
তোমরা ধনি জনে
হয়তো তারা শান্তি পাবে
জীবন মরন ক্ষণে।


যশোর
০৯/০১/২০