জোছনা বিলাস
মঈন তাজ


এই মধু পূর্ণিমা রাতে
হাত রেখে হাতে
এসো করি জোছনা বিলাস।
এই জোছনা ভেজা রাতে
দু'জনে এক সাথে
এসো করি প্রেমের তালাশ।


ঐ দূর বনে শিশিরের সনে
মিশে প্রাণে প্রাণে
এসো করি সুখের আলাপ।
ও নদীর জলে চাঁদ কথা বলে
এক সাথে চলে
এসো শুনি তাদের বিলাপ।


জোছনা প্লাবনে ভাসবো দু'জনে
এই তনু মনে
এসো গড়ি প্রেমের সিংহাসন।
জোছনায় ভেসে একসাথে বসে
যাবো হেসে হেসে
এসো করি প্রেমের আলাপন।


চাঁদের আলো লাগে বড় ভালো
জাগে মনে আলো
এসো দূর করি অন্ধকার।
রূপালী এ রাতে জোছনা প্রপাতে
চলো এক সাথে
এসো গড়ি সুখের সংসার।


ঢাকা
১১/০৭/১৯