যৌতুক ভাবনা
মঈন তাজ


মোটরগাড়ি অর্থ কড়ি
দিতে হবে পকেট ভরি
তবেই হবে বিয়ে,
ছেলের বাবা বসে ভাবে
আরও কিছু নিতে হবে
ছেলের বিয়ে দিয়ে।


সোনা-দানা গয়নাগাটি
দিতে হবে নগদ খাঁটি
চাই যে ষোলআনা,
ছেলে আমার অনেক ভালো
নয়ন ভরা চোখের আলো
হৃদয় ভরা সোনা।


চাকুরীজীবি ছেলে পেলে
ভালোই হবে জামাই হলে
মেয়ের বাবা ভাবে,
মেয়ের বাবার চিন্তা ভারি
সোনাদানা মোটরগাড়ি
কোথায় এখন পাবে?


এমন কথা শুনে মেয়ে
বাবার কাছে বলে যেয়ে
দরকার কী বাবা,
ঐ লোভাতুর যমের সাথে
যাব কেনো সাংসারেতে
এ-তো বাঘের থাবা!


যৌতুকের ঐ বলি হতে
চড়বো না বাপ বিয়ের রথে
হিংস্র পশুর সাথে,
দিনমজুরের ঘরে যাবো
ভালোবাসা নিয়ে রবো
শান্তি পাবো তাতে।


যশোর
১৩/০১/১৯