জুম্মার দিন
মঈন  তাজ


এসো হে মুমিন মুসলমান,
জুম্মার দিন আজ করি আহ্বান।


সপ্তাহে সেরা দিন শুক্রবার,
বিধাতার কাছে আছে কিছু চাহিবার।


সব কাজ ফেলে চলো মসজিদে যাই,
এই দিন চলে গেলে পাবোনা তো হায়।


আদমকে সৃজিলেন পবিত্র এ দিনে,
বেহেশতে পাঠালেন এই শুভ ক্ষণে।


এই দিনে আদমকে পাঠালেন ভবে,
মৃত্যুও দানিলেন সৃজিলেন যবে।


এই দিনে শহীদান হাসান হুসেন,
এই দিনে ঈশা নবী আকাশে গেছেন।


নভ মন্ডল ভূ মন্ডল সৃষ্টি ছ দিনে,
শেষ দিন শুক্রবার বলে কুরআনে।


ঈদের চেয়েও দামি জুম্মার দিন,
মসজিদে যায় সবে হই সমাসীন।


মহা মহিমান্বিত পবিত্র এ দিন,
পূণ্যের ঝুলি ভরি এসো হে মুমিন।


এই দিনে পৃথিবী হবে মিশমার,
শুরু হবে কিয়ামতে কঠিন বিচার।


জুম্মাকে বলা হয় গরীবের হজ্জ,
মন ভরে করি আজ পূণ্যের কাজ।


নত হয়ে দূ'য়া করি খোদার কাছে,
মাফ করে দাও তুমি যত পাপ আছে।


ঢাকা
২৬/০৪/১৯