কাঁদে আজ ইতিহাস
মঈন তাজ


মন কাঁদে প্রাণ কাঁদে,কাঁদে আজ জাতি,
এসেছিলো বাংলায় ঘোর কালো রাতি।
বর্বর আদিমতা এসেছিলো নেমে,
সেই রাতে সভ্যতা গিয়েছিল থেমে।


নির্বাক হয়ে যায় পিশাচতা দেখে,
পিতার রক্ত তারা গায়ে নিলো মেখে।
হতবাক হয়ে যায় আগস্ট শোকে।
বেদনার জল আসে বাঙালির চোখে।


স্বাধীন এই দেশটা চায়নিকো যারা,
জঘন্য পশু হয়ে এসেছিলো তারা।
পরাজিত ছিলো ওরা পিশাচের দল,
প্রতিশোধ নিতে তাই করেছিলো ছল।


শোক হোক শক্তি এই ব্রত নিয়ে আজ,
জনকের স্বপ্নে অবিরত করি কাজ।
চিরকাল অম্লান তুমি হে জনক,
কাঁদে আজ ইতিহাস নিয়ে মহা শোক।


যশোর
১৫/০৮/২১