কালের চাকায় দুঃখ তাদের
মঈন তাজ


দিনে রাতে যারা ছুটে চলে
বেদনার নীল পথে
তাদের কথা কি লেখা থাকে
পুঞ্জিকার ঐ খতে।


দিন আসে যায় বছর ফুরায়
হিসাব কি আর থাকে
নুন আনতে পান্তা ফুরায়
বছর কি মনে রাখে?


নতুন বছরে কি আসে যায়
দিন ভিখারির কাছে
অন্ন বস্ত্রে চিন্তা বিভোর
জীবন কেমনে বাঁচে।


হাসি উল্লাস আনন্দ উচ্ছ্বাস
নেই ললাটে লেখা
নতুন বছর আসলে কি তারা
পাবে এসবের দেখা?


হায়রে বছর যায়রে চলে
কপাল ফিরে না যাদের
নতুন পুরনো বছর বদলে
কি আসে যায় তাদের?


দিন চলে যায় মাস চলে যায়
হয় বছরের শেষ
কালের চাকায় দুঃখ তাদের
রয়ে যায় অবশেষ।


যশোর
০১/০১/২০