করোনা ও বন্যা ক্ষত
মঈন তাজ


বানের জলে ভাঙছে নদী
বাড়ছে পানি ক্রমাগত,
করোনা আর বন্যা এসে
করছে জীবন ওষ্ঠাগত।
দিনে দিনে মানব মনে
বাড়ছে ভীতি বাড়ছে ক্ষত,
প্রকৃতির এই ভয়াল থাবায়
মানুষ বড়ই কুন্ঠাগত।


স্বজনহারা অনেক মানুষ
নিত্য ভাসে চোখের জলে,
গৃহহারা কতই না লোক
ভাসছে তারা বানের জলে।
অসহায় এই মানবজাতির
নাই তো দুঃখের সীমারেখা,
হায়রে সাধের দুনিয়াতে
কপাল জুড়ে কষ্ট লেখা।


স্রোতের তোড়ে নদীর পাড়ে
ভাসলো জলে ঘরবাড়ীখান,
নীল আকাশের নিচে আবাস
নিঃস্ব হয়ে কাঁদছে পরান।
প্রার্থনা আজ তাঁহার কাছে
সব কিছুরই মালিক যিনি,
করোনা আর বন্যা থেকে
হয়তো নাজাত দিবেন তিনি।


যশোর
০৩/০৮/২০