কে তুমি গহীনে ডাকো
মঈন তাজ


কে তুমি গহীনে ডাকো
কেন তুমি চেয়ে থাকো
কাছে ডেকে দূরে রাখো
ওহে ও কুসুম বালা।


ভালোবাসা অভিসারে
কেন ডাকো বারেবারে?
কাছে এসো চুপিসারে
এই বুকে বাড়ে জ্বালা।


সুহাসিনী ওহে মেয়ে
চুপিচুপি দেখি চেয়ে
রাঙা ঠোঁটে হেসে গেয়ে
চলে যাও কেন দূরে?


সুবাসিনী বনলতা
মনে জাগে কত কথা
বুকে শুধু বাড়ে ব্যাথা
বেদনা মধুর সুরে।


রাঙা ঠোঁটে টিয়া পাখি
আমি শুধু চেয়ে দেখি
মায়াবিনী দুটি আঁখি
তুমি  যাও পথ বেয়ে।


মায়াভরা মধু ডাকে
ভালোবাসা শাখে শাখে
এ বিরহ বলি কাকে
বলোনা তুমি মেয়ে।


যশোর
১৮/১১/১৯