খুঁজি সোনালী ভবিষ্যৎ
মঈন তাজ


ক্লান্ত রাত যখন ঘুমিয়ে যায়
তখনো আমি জেগে থাকি
সোনালী সুখের আশায়।


সারারাত অক্লান্ত পরিশ্রমে,
খুঁজি সুখের আবেশ,
খুঁজি সোনালী ভবিষ্যৎ।


নেই বিশ্রাম নেই অবসাদ
অবিরাম করে চলি পরিশ্রম
দুমুঠো ভাতের জন্য।
দিন রাত খেটে জোগাড় করি অন্ন।


নিদ্রাহীন দুটি চোখ
চেয়ে থাকে তারার পানে
চেয়ে চেয়ে রাত্রির প্রহর গুনি
ভোরের অপেক্ষায়।


অথচ সেই তারা দেখে
কাটে কারো সোনালী সুখের রাত।
গভীর প্রেমে আচ্ছন্ন কেউ,
থাকেনা সেথায় ভোরের প্রতিক্ষা।


কত টুকু শ্রম দিলে ভাগ্য ফিরে
তা কি কেউ বলতে পারে?
কত খানি সাধনায় সুখ মিলে
কারো কি তা জানা আছে?


ভাগ্য ফেরাও,
শ্রম দাও,
সাধনা করো,
আরাধনা করো,
তবেই না তুমি সুখি হবে।


এসব তত্ত্বের ভিত্তি কি?
ভাগ্যের নিশানা কোথায়?
কোন পথে গেলে পারে ভাগ্য ফিরানো যায়?


সব কিছু যেন ধুয়াশা লাগে।
শ্রম দিয়ে শ্রমিক পুড়ে ছায়
কৃষকের ঘরে সুখ নাই
মুজুর মুটে ও কুলি
দিন রাত পরিশ্রমে পায় কি সুখের কলি?


যশোর
০৯/০৯/১৯