খুকীর বায়না
মঈন তাজ


খুকুমণি কিনবে পুতুল
তাই ধরেছে বায়না
সকাল থেকে মুখটি কালো
কিচ্ছু খেতে চায় না।


রঙিন পুতুল কিনবে খুকী
একটু দেরি সয়না
গোমড়া মুখে চেয়ে থাকে
তাইতো কথা কয় না।


আদর করে বাবা বলে
সোনা পাখি ময়না
মায়ে বলে যাদু আমার
পুতুল নিতে হয়না।


মন ভালো নেই খুকুমণির
খেলার পুতুল বিনে
তাইতো বাবা বাজার থেকে
আনলো পুতুল কিনে।


নতুন পুতুল পেয়ে খুকির
মুখটি হলো আলো
গোমড়ামুখে হাসি এলো
মন হলো তার ভালো।


যশোর
০৫/০৩/২০