বর্বর অসভ্যতা
মঈন তাজ


কি বর্বর অসভ্যতা
সভ্যতার এই যুগে।
সভ্যতা কি নৃশংসতা
মনে প্রশ্ন জাগে।


পত্রিকার পাতায় পাতায়
বর্বরতার ছবি।
বন্ধ করো নৃশংসতা
এই মানুষের দাবি।


বন্ধ করো জুলুম জ্বালা
সকল অত্যাচার।
কি অন্যায় করিতেছ আজ
ভেবে দেখ একবার।


মানব রুপী দানব হয়ে
করছ ধ্বংসলিলা।
অত্যাচার আর নিপীড়নের
এ কোন নোংরা খেলা।


খুন ধর্ষন নির্যাতনের
এ কোন হিংস্ররূপ।
জাগ্রত হও বিশ্ববাসী
থেকো না নিশ্চুপ।


ঢাকা
০৪/১০/১৭