কি লাভ বলো?
মঈন তাজ


অনিন্দিতা,
অন্যের সম্পদের প্রতি আমার কোন লোভ নেই,
বিন্দুমাত্র অভিলাষ নেই সৌর্য বীর্য কিংবা পরের ঐশ্বর্যের প্রতি।
বিশ্বাস করো আর নাই করো
অঢেল টাকা পয়সা কিংবা প্রতিপত্তির প্রতি
আমার কিঞ্চিৎ লালসা নেই।
কিন্তু মাঝেমধ্যে জীবন যেন থমকে দাঁড়ায়!
ঠিক তখনি অনুভুত হয়,
জীবন কে সচল রাখার জন্য কিছু জ্বালানীর প্রয়োজন।
তবে সেটা সৎ এবং নিষ্ঠার সাথে হওয়া চাই,
সেটা হওয়া চাই অভিশাপ হীন নিষ্কলুষ।


একজন নিঃস্ব অসহায় মানুষ কিংবা
একজন চিকিৎসাহীন রোগী
যার পয়সা নেই তার বেঁচে থাকার জন্য
টাকার প্রয়োজন।
কিন্তু কি আশ্চর্য!
যে লোকটার অঢেল সম্পদ
টাকা পয়সা গাড়ি বাড়ি অট্টালিকা
কোনো কিছুই অভাব নেই
সেই লোক গুলো ছুটছে অর্থ আর প্রতিপত্তির পিছে।
বৈধ অবৈধ কিংবা সৎ সততার লেশমাত্র চিন্তা করেনা তারা।


নিঃস্ব আর অসহায় মানুষের সম্পদ গুলো
গিলে খাচ্ছে অনায়াসেই!
আর নোংরা সুখের জলে গা ভাসাচ্ছে,
এটাই কী তাদের  সুখ!
এটাই কী তাদের আনন্দ!
এই কী তাদের উচ্ছ্বাস আর উল্লাস!


আমি বুঝিনা অনিন্দিতা
মানুষ মানুষকে ঠকিয়ে কী তৃপ্তি পায়?
কি-ই বা আছে এই তৃপ্তির মাহাত্ম্য,
আমার জানা নেই,
তবে এটুকুই জানি,
সব কিছু ফেলেতো চলেই যেতে হবে
নির্জন নিরন্ধ নিকষ অন্ধকারে।
তাহলে এতো ভোগবিলাস
মানুষের সম্পদ হরণ আর
হিংসা বিদ্বেষে কি লাভ বলো?


যশোর
১০/০৩/২০