কষ্ট বাড়ে কষ্ট
মঈন তাজ


প্রকৃতিটা মানব দোষে হচ্ছে বেজায় নষ্ট,
কেউ চলেনা সঠিক পথে অধিকাংশই ভ্রষ্ট,
কষ্ট বাড়ে কষ্ট।
নষ্ট ভূষণ বাড়ছে দূষণ হচ্ছে মানব দৃষ্ট,
বিপর্যয়ে ভরছে জগত এসব মানব সৃষ্ট,
কষ্ট বাড়ে কষ্ট।
ধ্বংস করে বন বনানী হয়না মানুষ তুষ্ট,
পাহাড় কেটে তাই করেছে বিপর্যয়ের পুষ্ট,
কষ্ট বাড়ে কষ্ট।
নদী নালা ভরাট করে দেখায় মানব ধৃষ্ট,
যাচ্ছে কমে পানির লেয়ার হয়না জমি কৃষ্ট,
কষ্ট বাড়ে কষ্ট।
পুড়ছে জগৎ দাবদাহে প্রকৃতি আজ রুষ্ট,
বৃষ্টি বাদল নেই আকাশে চাষাবাদে ঋষ্ট,
কষ্ট বাড়ে কষ্ট।
ভুলের চাকায় মানুষ এখন হচ্ছে নিজেই পিষ্ট,
লাভের আশায় ছুটছে মানুষ হয়না তবু ক্লিষ্ট,
কষ্ট বাড়ে কষ্ট।
সমরাস্ত্রের ঝনঝনানি আনছে বয়ে রিষ্ট,
চায়না এসব যুদ্ধ বিবাদ জগতটা হোক নিষ্ট,
কষ্ট বাড়ে কষ্ট।
নদীর বুকে বাঁধ দিয়ে আজ মরুভুমির সৃষ্ট
জলবায়ুর বিবর্তনে হয়না জগত শিষ্ট,
কষ্ট বাড়ে কষ্ট।
তোমার আমার চেতনাতে জগত হবে মিষ্ট,
আসুন সবাই জগত বাঁচায় একটু হই সচেষ্ট,
কষ্ট বাড়ে কষ্ট।


ঢাকা
১৯/০৪/২৩